Sunday, July 24

কানাইঘাটে রেড ক্রিসেন্টের হাইজিন পার্সেল বিতরণ করলেন পলাশ



নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেডক্রিসেন্টের উদ্যোগে কানাইঘাটের বিভিন্ন ইউনিয়নে হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে। 

শনিবার(২৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রেড ক্রিসেন্টের হাইজিন পার্সেল ১০০টি পরিবারের মধ্যে বিরতরণ করেন রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর, সাতবাঁক ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বুলবুল, কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আলা উদ্দিন প্রমুখ।

 

হাইজিন পার্সেল বিতরণকালে মোস্তাক আহমদ পলাশ বলেন, দেশের যে কোন দূর্যোগ মূহুর্তে রেডক্রিসেন্ট অসহায় মানুষের পাশে থেকে সকল মানবিক কার্যক্রমে অংশ গ্রহনের পাশাপাশি খাদ্য, অর্থ সহায়তা প্রদান করে থাকে। এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কানাইঘাটের অসংখ্য পরিবারকে খাদ্য, নগদ অর্থ সহ হাইজিন পার্সেল বিতরণ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়