কানাইঘাট নিউজ ডেস্ক ::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় ইতালী জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীন তালুকদার এর অর্থায়নে কানাইঘাট উপজেলার দুইশত বন্যার্ত উলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ জুলাই) কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার রহমান কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুল আজীজ বন্দরবাড়ীর সভাপতিত্বে মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা নজরুল ইসলাম এর যৌথ পরিচালনায় হাফিজ আব্দুল্লাহ নাদিম এর তেলাওয়াতের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাবীবে রাব্বানী চৌধুরি, মাওলানা ফয়সল আহমদ জালালাবাদী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম,লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দীন, হাফিজ মাওলানা ফখর উদ্দীন,মাওলানা হাবীব আহমদ মাসুম, মাওলানা নজরুল ইসলাম আকুনী,আব্দুল কাদীর, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা আব্দুল মালিক প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়