কানাইঘাট নিউজ ডেস্ক ::
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলার সর্বস্তরের রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন – কুয়েত প্রবাসী যুবলীগ নেতা, বৃহত্তর সিলেট প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের অন্যতম সদস্য, সাঁতবাক প্রবাসী সমাজ কল্যান সংস্থার সদস্য মোঃ ইব্রাহিম আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল -আযহা আমাদের পরমতসহিষ্ণুতা,সাম্প্রদায়িক সাম্প্রতী'শান্তিপূর্ণ সহাবস্থান ও আত্মত্যাগের শিক্ষা দেয়। পবিত্র ঈদ-উল-আযহার এ শিক্ষা অন্তরে লালন করে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্মত্যাগে পশু কোরবানি করি। পরে তিনি পবিত্র ঈদ-উল আযহা'র প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান এই উৎসবের মধ্য দিয়ে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়