নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সচিব নূর-উর রহমান আজ শুক্রবার দুই দিনের সফরে সিলেটে আসছেন।
শুক্রবার সকালে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। পরে কোম্পানীগঞ্জের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এবং দুপুরে হযরত শাহজালাল(রাঃ) মাজার জিয়ারত শেষে বিকেল ৩টার সময় কানাইঘাটের বন্যা পরিস্থিতি নিয়ে সাতবাঁক ইউপি কমপ্লেক্সে কানাইঘাট উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকমর্মীবৃন্দ ও বিশিষ্টজনের সাথে আলোচনা করবেন। তাঁর সাথে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ও ডাচ রেড ক্রসের প্রতিনিধিদল থাকবে।
উক্ত অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার জনপ্রতিনিধিগণ রাজনৈতিক ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়