Friday, June 17

কানাইঘাটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, পরে মিলল লাশ


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাটে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর আলমাছ উদ্দিন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে সাতবাঁক ইউনিয়নের জয়পুর নয়াগ্রামের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমাছ উদ্দিন নয়াঠাকুরেরমাটি গ্রামের নাজির উদ্দিনের পুত্র । 

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিকুল হক জানান, গত বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যার দিকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আলমাছ উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তাকে কোথাও পাননি। শুক্রবার খোঁজাখোজির একপর্যায়ে দুপুরের দিকে নয়াগ্রামের একটি জমিতে আলমাছের লাশ দেখতে পান তাঁর স্বজনরা। পরে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন তারা। 

স্থানীয়দের ধারনা মাছ ধরার সময় বজ্রপাতে আলমাছ উদ্দিন মারা যেতে পারে। 

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 








শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়