Tuesday, June 7

কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন জমিয়তের কেন্দ্রীয় নেতারা



নিজস্ব প্রতিবেদক:: 

সিলেটের কানাইঘাটে বন্যা বিপর্যস্ত অসহায় মানুষের মধ্যে  ঢেউটিন বিতরণ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহা উদ্দিন যাকারিয়ার ব্যবস্থাপনায় ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার আয়োজনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গনে সাম্প্রতিক  বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মাঝে উক্ত ঢেউটিন বিতরণ করা হয়। 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইবাদুর রহমানের সঞ্চালনায় ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহা উদ্দিন যাকারিয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা লোকমান মাজহারী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সহ প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান সহ অারো অনেকে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়