নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাটে বন্যা কবলিত মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবী আধুনিক বাংলা পত্রিকার সম্পাদক,ফেমেক্স এডুকেশন ও ইউনিটি অফ ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান শিহাব উদ্দিন।
শুক্রবার তিনি সাঁতবাক ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এর আগে গত মঙ্গলবার সিলেট শহরের বন্যা দূর্গত শাহপরান এলাকায় বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে প্রথম ধাপে বন্যা শুরু হওয়ার পর সমাজসেবী শিহাব উদ্দিন প্রতিদিন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা নিয়ে খোঁজ খবর নিয়েছিলেন।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান শিহাব উদ্দিন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বন্যা ২০২২
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়