Thursday, June 23

কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে বানভাসি মানুষের মাঝে খাদ্য সহায়তা


নিজস্ব প্রতিবেদক::

সিলেটের কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে কানাইঘাট এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বড় চতুল ইউনিয়নের পৃথক ৩টি স্থানে বন্যা দূর্গত ২ শতাধিকের বেশি পরিবারের মধ্যে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ কালে বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী,সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী,শিক্ষক কবির আহমদ,সমাজসেবী মঞ্জুর আহমদ,ফয়জুল্লাহ,শামীম উদ্দিন,বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় তাঁরা দুর্যোগ মূহুর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কানাইঘাট এসোসিয়েশন ইউকে'র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়