Saturday, June 4

কানাইঘাটে রেড ক্রিসেন্টের হাইজিন পার্সেল বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বন্যা পরবর্তী করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ক্ষতিগ্রস্থদের মাঝে হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার(৩ জুন) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলার সাঁতবাক ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা ও বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মধ্যে হাইজিন পার্সেল বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব নূর-উর-রহমান। 

বিশেষ অতিথির বক্তব্যে দেন রেড ক্রিসেন্টের ত্রাণ ও দূর্যোগ বিভাগের পরিচালক মিজানুর রহমান,আইএফআরসি এর সিনিয়র ম্যানেজার হাসিবুল বারী রাজীব।



বন্যা পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভায় কানাইঘাটের
সার্বিক বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি তুলে ধরে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন,যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান তমিজ উদ্দিন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, ৩নং দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, ৯নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম,মহিলা ইউপি সদস্যা নারীনেত্রী রুবি রাণী চন্দ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক,জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সাবেক সদস্য আলমাছ উদ্দিন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মেজর,সাতবাঁক ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুন নুর,সাংগঠনিক সম্পাদক এম আশিকুর রহমান বুলবুল, রাজাগঞ্জ
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলাল আহমদ,সদর ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দীন  প্রমূূখ।


আলোচনা সভা ও হাইজিন পার্সেল বিতরণ অনুষ্ঠান শেষে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিমের কার্যক্রম পরিদর্শন করেন অতিথিবৃন্দ।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়