Friday, June 24

কানাইঘাটে বানভাসি মানুষদের পাশে সিলেট কমিউনিটি ইন দক্ষিণ কোরিয়া


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাটে দক্ষিণ কোরিয়া প্রবাসী সাংবাদিক মাহবুব আব্দুল্লাহ ও সিলেট কমিউনিটি ইন দক্ষিণ  কোরিয়ার যৌথ অর্থায়নে বানভাসি মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 

তরুণ সংগঠক মীম সালমানের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার  উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে বন্যা দূর্গত ১৮৫ পরিবারের মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,  জমিয়ত নেতা ইমরান চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাসুম বিন নুরুল হক, ছাত্র নেতা এইচ এম হাবিব, কেএম রাহাত, ইমরান তালুকদার সহ আরো অনেকে। 

এর আগে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যােগে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ও বড়চতুল ইউনিয়নের বানভাসি মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়