নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাটে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে দা ডায়ানা অ্যাওয়ার্ড ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন 'ইগনাইট ফাউন্ডেশন'। বুধবার(২২ জুন) ইগনাইট ফাউন্ডেশনের উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে দুই শতাধিক পরিবারের মাঝে চিড়া, চিনি,মুড়ি, আলু, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়। এ বিষয়ে ইগনাইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘মানবতার আর্তনাদ যেখানে থাকে আমরা সেখানে গিয়ে হাজির হই এবং কাজ করে যেতে চাই শেষ দিন পর্যন্ত যেন প্রতিটি পরিবারের মাঝে খাবার পোঁছে দিতে পারি। পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম চলছে ভিবিন্ন প্রত্যান্ত গ্রাম ও হাওড় অঞ্চলে।
ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রাখার জন্য ইগনাইট ফাউন্ডেশন এর ভলেন্টিয়ার্স নির্লস কাজ করে যাচ্ছে এবং স্থানীয় সংগঠনগুলোর তরুণ সংগঠকরা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়