নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মধ্যে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে লুটনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সাতবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চালসহ নানা প্রকার খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী লেখক ও সাংবাদিক সৈয়দ মাহবুব আলম।
এ সময় তিনি বলেন, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে লুটন সাথে যারা জড়িত রয়েছেন তারা সব-সময় সকল প্রাকৃতিক দুর্যোগে সিলেটবাসীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। এবারের বন্যার সময় এ সংগঠনের পৃষ্ঠপোষকদের অর্থায়নে আমরা সাধ্যানুযায়ী কানাইঘাট সহ সিলেটের বন্যা কবলিত অন্যান্য উপজেলার অসহায় বন্যার্ত মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। ভবিষ্যতে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বন্যার্ত অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারি।
সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীমের সভাপতিত্বে ও ইউপি সদস্য হারিছ নোমানীর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি সাবেক ইউপি সদস্য মাও. ছাব্বির আহমদ, সাতবাঁক ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বুলবুল।
উপস্থিত ছিলেন, ফোকাস কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, সাংবাদিক সারোয়ার হোসেন সৌরভ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম দ্বিতীয় বারের মতো বন্যায় কবলিত সাতবাঁক ইউনিয়নের বন্যার্ত অসহায় পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত প্রসারিত করায় গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে লুটন এর সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্নবাসনে সংগঠনটি এগিয়ে আসার আহ্বান জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়