Monday, May 2

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে সাবেক হুইপ সেলিম উদ্দিনের শোক


কানাইঘাট নিউজ ডেস্ক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন। 

 

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভাষা সংগ্রামী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশকর্মী। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


এক শোকবার্তায় সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। তারঁ  মৃত্যুতে দেশবাসী হারালো একজন সফল অর্থনীতিবিদ ও প্রবীণ রাজনীতিবীদকে। তারঁ মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সাবেক হুইপ সেলিম উদ্দিন মরহুমের রুহের মাগফেরা কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়