নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। পৌর শহরসহ আশপাশ এলাকার বাসিন্দারা পানিবন্দী হয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছেন। কোথায় কোমর সমান অাবার কোথায় হাঁটু সমান পানি।
এমতাবস্থায় কানাইঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের বন্যা দূর্গত পানিবন্দী কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য নিজ কাঁধে ত্রাণ নিয়ে ছুটেছেন পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন কামরান।
মঙ্গলবার তিনি এবং তাঁর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক টিম এর সহোযোগিতায় পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার সামগ্রী পৌছে দেন।
কাউন্সিলর জমির উদ্দিন কামরান জানান, সবজায়গায় পানি থাকায় ত্রাণ নিয়ে যাওয়ার কোন বাহন না থাকায় আমি ও আমার স্বেচ্ছাসেবক টিম সবাই ত্রাণের প্যাকেট নিজেদের কাধে বহন করে বাড়ি বাড়ি খাবার পৌছে দেই। মঙ্গলবার ২১০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়