Monday, May 30

কানাইঘাটে বন্যার্তদের মাঝে 'সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ'র ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক  ::

সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যা দুর্গত পরিবারের মাঝে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের(ইউ.এ.ই) উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার ৫ শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হারুন রশীদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ আবুল কালাম।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়