কানাইঘাট নিউজ ডেস্ক ::
সিলেটের কানাইঘাটে বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দ।
আজ দুপুরে পৌর শহরের খেয়াঘাট নামক স্থানে প্রায় শতাধিক মানুষের মাঝে তারা এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুনের অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মামুনুর রশিদ মামুন সহ উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরীফুল হক, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারবেজ, কোষাধক্ষ আবুল বাশার, স্বেচ্ছা সেবক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব রিয়াজ উদ্দিন সহ বেশ কিছু নেতৃবৃন্দ। ত্রান বিতরণ কালে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন বিএনপি গণ মানুষের সংগঠন। সকল দুর্যোগে বিএনপি মানুষের পাশে ছিল এবং রয়েছে।
এদিকে চাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন কানাইঘাট উপজেলার মানুষ দীর্ঘ ৫দিন যাবত পানিবন্দী রয়েছেন। যার কারনে বানবাসীদের দুর্দশার কথা চিন্তা করে বিএনপি এসব ত্রান সামগ্রী বিতরন শুরু করেছে। আগামীকাল থেকে পর্যায় ক্রমে উপজেলার ৯টি ইউনিয়নে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়