Friday, May 6

কানাইঘাটে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো 'মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা'


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেটের কানাইঘাট উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব  ইউপির “মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা” এর উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে। এসময় রাস্তার অন্যান্য অংশের উঁচু নিচু খানাখন্দও ঠিক করা হয়।

বৃহস্পতিবার (৫ মে ) মাঝপাড়া জামে মসজিদ সংলগ্ন কাচা রাস্তায় কংক্রিট ফেলে চলাচলের উপযোগি করা হয়। 

জানা যায়, ১ নং ইউপির ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা বারবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো উদ্যোগ নিতে দেখা যায় নি। ফলে সার্বক্ষণিক চলাচলের রাস্তা কাঁদায় পরিপূর্ণ হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটায়। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। সেই দুর্ভোগ কমিয়ে আনতে মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা এগিয়ে এসেছে। তারা চলাচলে অনুপযোগী এলাকার রাস্তাগুলো নিজেদের সাধ্যানুযায়ী সংস্কার করে চলেছে।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শুয়েবুর রাহমান, সাংগঠনিক সম্পাদক হাঃফিদাউস আলমসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, মাঝপাড়া আদর্শ যুবকল্যাণ সংস্থা ২০২০ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে রাস্তা সংস্কারসহ নানামুখী সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়