Monday, May 9

কানাইঘাটে শুরু হচ্ছে শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট


নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সিলেটের কানাইঘাট উপজেলা পর্যায়ের আন্তঃইউনিয়ন টুর্নামেন্ট  (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে।

ইতিমধ্যে টুর্নামেন্টকে সফল ও উৎসবমুখর ভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টুর্নামেন্টের ভেন্যু কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠকে সাজানো হয়েছে।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আযোজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক ২০২২ এর টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৯ মে) দুপুর ১টায় টুর্নামেন্টের আয়োজনকে সামনে রেখে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়