Thursday, May 19

কানাইঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, নিখোঁজ দু'জনের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে। বৃহস্পতিবার সুরমা নদীর পানি বিপদ সীমার ১৩৮ সে. মি. ( বিকেল ৩টা পর্যন্ত)  উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা আগের দিন মঙ্গলবার ছিল ১৫৯ সে. মি.।  

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ মোটেও কমেনি। বিভিন্ন এলাকায়  ঘর-বাড়ি, স্কুল-কলেজ, রাস্তাঘাট ও বাজার বন্যায় প্লাবিত হওয়ায় চরম বেকায়দায় পড়েছেন বানভাসি মানুষ। পানিবন্দি অবস্থায় দুর্বিষহ মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। তাদের কাছে ত্রাণ সামগ্রী সঠিক ভাবে পৌঁছাচ্ছে না। তারা অনাহারে অর্ধাহারে রয়েছেন। 

বুধবার রাত থেকে বন্যার পানি কমতে শুরু করায় বিভিন্ন জায়গায় নদী ভাঙনের খবর পাওয়া গেছে।

অধিকাংশ এলাকা এখনো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কানাইঘাট সদরের সাথে সিলেট শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে গত সোমবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নক্তিপাড়া গ্রামের ফয়জুর রহমানের পুত্র ব্যবসায়ী হাবিবুর রহমান (৫০) এর লাশ বৃহস্পতিবার সুরমা নদীর খুলুরমাটি নামক স্থানে পাওয়া গেছে। এবং গত বুধবার (১৮ মে) কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের উত্তর বাণীগ্রাম (ছত্রপুর) নিবাসী ছইফ উল্লাহ উরফে সবুলের পুত্র আব্দুল্লাহ বুধবার (১৮ মে)সকালে হাওরে নৌকা নিয়ে মাছ ধরত নিখোঁজ হন। 

বৃহস্পতিবার ছত্রপুর গ্রামের উত্তরের হাওরে পেকু বিল থেকে তার লাশ পাওয়া গেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়