নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বিশিষ্ট সমাজসেবী আধুনিক বাংলা পত্রিকার সম্পাদক,ফেমেক্স এডুকেশন ও ইউনিটি অফ ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান শিহাব উদ্দিন।
বুধবার(১৮মে)ডালাইচর,বিষ্ণুপুর,কুওড়ঘড়ি,
কানাইঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ও কানাইঘাট মহিলা কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রে প্রায় তিন শতাধিক পানিবন্দি মানুষের মাঝে তিনি দিনব্যাপী শুকনো খাবার বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিটি অফ ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোসারফ হোসেন হামদান,উপ-প্রচার সম্পাদক কামরুল হক খালিছ,ফেমেক্স এডুকেশনের ডিরেক্টর মুস্তাফিজুর রাহমান সামি,দুদু মিয়া প্রমূখ।
এসময় রোটারিয়ান শিহাব উদ্দিন বলেন,আমরা পানিবন্দী পরিবারগুলোর কাছে প্রথমদিনের মতো শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছি এবং আগামীকালকেও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে যাব।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের সাধ্যমত বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বন্যা ২০২২
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়