কানাইঘাট নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ মুসলিম উম্মাহর সকলকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষক সমিতি কানাইঘাট শাখার সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইয়াহইয়া।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন,মুসলমানদের নিকট ঈদুল ফিতরের ঈদই আনন্দের দিন। সারা মাস জুড়ে সিয়াম সাধনা করে এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।
সকলকে তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়