নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ঐতিহ্যবাহী কানাইঘাট ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন গত ৬ এপ্রিল এক পত্রের মাধ্যমে ইমাম উদ্দিন চৌধুরীকে গভর্নিং বডির সভাপতি মনোনীত করে ঐতিহ্যবাহী ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের নতুন গভর্নিং বডির অনুমোদন দেন।
গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন নজরুলইসলাম, আবু তাহের, সাধারণ শিক্ষক সদস্য, খালেদা খাতুন, সংরক্ষিতসাধারন শিক্ষক সদস্য, জয়নাল আবেদীন চৌধুরী, ফখর উদ্দিন, আব্দুল জলিল চৌধুরী, রফিক আহমদ, অঈিাবক সদস্য, স্বসতি রানীনাথ, সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য, ফয়জুল ইসলাম বাবুল, দাতা সদস্য এবং স্কুলের অধ্যক্ষ’কে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে সিলেট জেলা পরিষদের ১৪নংওয়ার্ডের সদস্য এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ইমাম উদ্দিন চৌধুরীকে ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় স্কুলের শিক্ষক মন্ডলী, অভিবাবকবৃন্দ ও সুধিজনতাকে ফুলেল সুভেচ্ছা জানিয়ে বলেছেন, তার সুযোগ্য নেতৃত্বে গভর্নিং বডির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরো তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়