কানাইঘাট নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ নং বড়চতুল ইউনিয়নের সবস্তরের জনসাধারণ সহ কানাইঘাটবাসী সহ সকল মুসলমানকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সাবেক নেতা, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের সাবেক কো-অপ্ট সদস্য ও হারাতৈল আনওয়ারুল উলুম মাদরাসার সহ-সভাপতি কিউ এম ফররুক আহমদ ফারুক ।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। পবিত্র ঈদুল ফিতরে তিনি সকলের আনন্দ ও কল্যাণ কামনা করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়