Wednesday, April 6

দুটি কিডনি নষ্ট, বাঁচতে চায় কানাইঘাটের তারেক


নিজস্ব প্রতিবেদক  :

আব্দুল গণি তারেক ,২৭ বছরের টগবগে যুবক । চোখে হাজারো স্বপ্ন নিয়ে ভাগ্যের চাকা ঘুরাতে তিন বছর আগে পাড়িজমিয়েছিল মধ্যে প্রাচ্যের দেশ সৌদিআরবে। আয় রোজগারে মোটামুটি ভালোই চলছিল। 

কিন্তু হঠাৎ তারেকের মাথায় যেন আকাশভেঙ্গে পড়ল । সৌদিআরবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর সেখানের চিকিৎসকরা জানিয়েছেন তার দুটি কিডনি নষ্ট হয়েগেছে। এমন সংবাদ শুনে হতভম্ব হয়ে যান তিনি। এরপর চিকিৎসার জন্য দেশে চলে আসেন তিনি। যে সময়ে পুরো সংসারের হালতার কাঁধে ঠিক সেই সময়ে এসে থমকে গেছে তারেক। 

তারেকের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে। বাবা মো. ছয়ফুল আলম নিজেওডায়াবেটিস রোগী। তিন ভাইয়ের মধ্যে তারেক সবার বড়। গেল বছর প্রবাসে করোনায় প্রাণ হারান তারেকের চাচা মাহবুবুলআলম। চাচার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারো দুঃসংবাদ শুনতে হল তারেক কে।চিকিৎসকেরা   জানিয়েছেন,   তার   দুটো   কিডনি   নষ্ট   হয়ে   গেছে।   জরুরি   ভিত্তিতে   কিডনি   প্রতিস্থাপন   করা   প্রয়োজন।বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   কিডনি প্রতিস্থাপনে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন।

কিন্তু তারেকের বাবার পক্ষে এ অর্থ জোগানো কোন অবস্থাতেই   সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকলহৃদয়বান ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

সাহায্য পাঠানো যাবে বিকাশ নাম্বার ব্যাক্তিগত :-তারেকের বাবা মো. ছয়ফুল আলম: ০১৭৮৭-৭৩৬১৫৫,চাচা মাসহুদুল আলম রানা : ০১৭২০-৪০০৬৪৩ এই নাম্বারে।


শেয়ার করুন

20 comments:

  1. আমি একটা কিডনি বিক্রি করতে চাই

    ReplyDelete
    Replies
    1. আমি একটি AB+ কিডনি বিক্রি করতে চাই.
      যোগাযোগ :01855277157

      Delete
    2. আমি কিডনী বিক্রি করব, ব্লাড গ্রুপ এ+ মোবাইল নম্বর ০১৯৩৫১২৩৯৭৮

      Delete
  2. রক্তের গুরুপ b+ কিডনি বিক্রি করবো

    ReplyDelete
    Replies
    1. কিডনি দান করবো

      Delete
    2. কিডনি বিক্রি করবো

      Delete
    3. আমার একটি কিডনি বিক্রি করব, স্বইচ্ছায় সজ্ঞানে, 01715559374

      Delete
  3. আমি একটি কিডনি বিক্রি করতে চাই
    আবি + রক্তের গ্রুপ
    01983456646

    ReplyDelete
  4. আমি একটি কিডনি ডোনেট করতে চাই। ব্লাড গ্রুপ বি পজিটিভ, ০১৮৬৯৪৮১৪০৬

    ReplyDelete
    Replies
    1. আমি একটি কিডনি বিক্রি করতে চাই রক্ত এর গ্রুপ বা পজিটিভ 01723142759

      Delete
  5. আমি একটি কিডনি বিক্রি করতে চাই O+ রক্ত গ্রুপের 01917167679

    ReplyDelete
  6. আমি একটি কিডনি বিক্রয় করিতেচাই
    ০১৯৬৪৬৯৫৯৮০

    ReplyDelete
  7. একটি কিডনি ডোনেট করতে চাই এ পজেটিভ ০১৮১২৫৬৫৪৩৪

    ReplyDelete
  8. Ami amar akti kindny bikroy korbo.
    Amar blood group B+
    Amar mobile number 01991237663

    ReplyDelete
  9. Ami kidney bikroy korbo... 0+
    01996121870

    ReplyDelete
  10. আপনি কি কিডনি কিনতে চান নাকি আপনার কিডনি বিক্রি করতে চান? আপনি কি আর্থিক বিপর্যয়ের কারণে অর্থের জন্য আপনার কিডনি বিক্রি করার সুযোগ খুঁজছেন এবং আপনি কী করবেন তা জানেন না, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে আপনার কিডনির জন্য ভাল পরিমাণ অর্থ $500,000 ডলার অফার করব। আমার নাম ডা. হার্দিক কে, আমি ZYDUS হাসপাতালে একজন নেফ্রোলজিস্ট। আমাদের হাসপাতাল কিডনি সার্জারিতে বিশেষায়িত এবং আমরা জীবিত এবং সংশ্লিষ্ট দাতার সাথে কিডনি কেনা এবং প্রতিস্থাপনের সাথেও কাজ করি।

    আমরা ভারতীয়, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দুবাইতে অবস্থিত। আপনি যদি কিডনি বিক্রি বা কিনতে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে ইমেইল, WHATSAPP এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।

    ইমেল: zydushospital11@gmail.com
    হোয়াটসঅ্যাপ নম্বর: +12315313908


    শুভেচ্ছা
    চিফ মেডিক্যাল ডিরেক্টর
    ড. হার্দিক কে

    ReplyDelete
    Replies
    1. হ্যা আমি বিক্রি করবো A+

      Delete
  11. আপনি কি কিডনি কিনতে বা বিক্রি করতে চাইছেন? যাদের আর্থিক প্রয়োজন আছে, আমরা একটি কিডনির জন্য $500,000 অফার করি। আমি ডাঃ রাহুল আহমেদ, মিনিপাল হাসপাতালের একজন নেফ্রোলজিস্ট, কিডনি সার্জারি এবং প্রতিস্থাপনে বিশেষজ্ঞ। আমরা ভারত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং দুবাইতে কাজ করি। Minipalhospital@gmail.com এ ইমেল বা +14424378984 এ WhatsApp এর মাধ্যমে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

    শুভেচ্ছা,
    প্রধান চিকিৎসা পরিচালক,
    ডাঃ Rahul Ahmed

    ReplyDelete
  12. আমি একটি কিডনি বিক্রি করবো A+ যোগাযোগ করতে 01873571775

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়