Friday, April 29

কানাইঘাটে বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিল

 


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক পৌরসভার সাবেক মেয়র প্রার্থী সোহেল আমিনের ব্যক্তিগত উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল আজ বিকেল ৫টায় পৌর শহরের ইসলামিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।


সোহেল আমিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি প্রবাসী ওয়েসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সোলেমান, সাধারণ সম্পাদক হাজী শরিফুল হক।


উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়