কানাইঘাট নিউজ ডেস্ক :
সিলেট জেলা বিএনপির নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট পৌর বিএনপির উদ্যোগে এক শুকরিয়া সভা গত সোমবার রাত ১০ টায় কানাইঘাট পূর্ব বাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি নুরল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুমান সিদ্দিকী,সহ-সভাপতি জালাল আহমদ জনি,মোঃ ইয়াহিয়া, নজরুল ইসলাম রুকন,আনোয়ার হোসেন ওয়াসিম,যুগ্ম সম্পাদক হেলাল আহমদ,বিলাল আহমদ,কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় সিলেট জেলা বিএনপির নব-নিবার্চিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও শামীম আহমদ নির্বাচিত হওয়ায় পৌর বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তাদের সুযোগ্য নেতৃত্বে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও বর্তমান সরকার বিরোধী আন্দোলন সিলেটে আরো তরান্বিত হবে। সেই সাথে কানাইঘাট পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিনের শুভ জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ শফিকুল হক।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়