নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপির জামিয়া আসআদিয়া দারুল মাআরিফ চতুল হারাতৈল মহিলা টাইটেল মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বিকেল ৫টায় মাদ্রাসা মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবুল হোসেন চতুলীর সভাপতিত্বে ও নির্বাহী মাও. নুরুল ইসলাম নোমানির পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি নেতা একিউএম ফররুখ আহমদ ফারুক, চতুলবাজার মসজিদের খতিব ও ইমাম মাও. কামাল উদ্দিন, সাংবাদিক আলা উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাও. আলিম উদ্দিন, ইউপি সদস্য তাজ উদ্দিন, হারুন রশিদ কালাই, মাও. আব্দুর রশিদ দুর্গাপুরি, মাও. হেলাল আহমদ, মাও. আবুল হাসনাত, জামিয়াতুল উলূম সরুফৌদ মাদরাসা শিক্ষক মাও. আব্দুল কুদ্দুছ প্রমুখ।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রশিদ ও দোয়া পরিচালনা করেন মাও. কামাল উদ্দিন।
ইফতার মাহফিলে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি এ দ্বীনি প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে সমাজের সর্বস্তরের লোকজনদের এগিয়ে আসার আহ্বান জানান মাদ্রাসার প্রিন্সিপাল সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আবুল হোসেন চতুলী।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়