নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট পৌর শহরে অবস্থিত বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের গভর্নিং বর্ডির উদ্যোগে এক ইফতার মাহফিল শুক্রবার বিকেল ৫টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্নিং বর্ডির সভাপতি মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যনার্জি।
বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক, কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনার অফিসের ডিজিএম আক্তার হোসেন, থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, আব্দুল হেকিম শামীম, সাহাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারন সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর বিলাল আহমদ, কাউন্সিলর জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম মাহবুবুল আম্বিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেত হাসান জিবান সহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ গভর্নিং বর্ডির সদস্য ও অভিভাবকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের মাহে রমজানের তাকওয়া অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যানে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়