নিজস্ব প্রতিবেদক::
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাটে দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক সংগঠন ভাই-বাডিজ সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে ছোটদেশ ছাত্র ও যুব সমাজের সহযোগিতায় শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ছোটদেশ উচ্চ বিদ্যালয় হল রুমে এ খাদ্য সমাগ্রী বিতরণের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের উপ ব্যাবস্থাপক বদরুদ্দোহার সভাপতিত্বে ও ছাত্র নেতা আহমেদুল কবির মান্নার সঞ্চালনায় খাদ্য সমাগ্রী বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামিল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উজান বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা জামাল মাসুক, এডভোকেট আলাউদ্দিন, অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তা হাবিবুল্লাহ, সাবেক ছাত্র নেতা শহীদুর রহমান, ডাঃ মুহিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আমিন উদ্দিন, ইটালি প্রবাসী মুক্তাদিরুল ইসলাম।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভাই-বাডিজ সোশ্যাল অর্গানাইজেশনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাওন মাজিদ, যুগ্ম-সম্পাদক মুরাদ মুস্তাকিম, প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল আহাদ, লোকমান আহমদ শাহেদ, সোহরাব হুসেন, আশরাফ, নেওয়াজ শরীফ, শামস উদ্দিন, ইমন সারওয়ার, নাদের হোসেন, ইভান সারোয়ার, সেলিম উদ্দিন, আফনান খান, একরাম তানজিল, মশিউর, রাইসুল সাজু, বোরহান উদ্দিন, আব্দুল্লাহ, ফজলে এলাহি হাসান, রাশেদ হোসাইন, তাসদীক, আখলাক হোসেন।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়