Sunday, March 20

কানাইঘাট সদর ইউপিতে ফ্যামিলী কার্ডে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক :

সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে ফ্যামিলী কার্ডধারীদের মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)পণ্য সামগ্রী   বিক্রির কার্যক্রমের শুভ  উদ্বোধন  করা  হয়েছে।     

রবিবার   সকাল   ১০টায় কানাইঘাট সদর ইউনিয়নে ছোটদেশ নয়াবাজার সহ ৩টি পয়েন্টে ফ্যামিলী কার্ডধারীদের মাঝে   টিসিবি’র   পণ্যসামগ্রী   বিক্রয়   কার্যক্রমের   উদ্বোধন   করেন   উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী,উপজেলা   খাদ্য   পরিদর্শক   মুর্শিদা   বেগম,  কানাইঘাট   প্রেসক্লাবের   সাধারণ   সম্পাদক নিজাম উদ্দিন সহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রথম পর্যায়ে  রমজান   মাসকে  সামনে   রেখে  সদর  ইউনিয়নের   টিসিবি’র  ফ্যামিলী   কার্ডধারী১২২৫ জনের মধ্যে ২ লিটার ভোজ্য তৈল, ২ কেজি চিনি, ২ কেজি মশুরডাল, ৪৬০ টাকা মূল্যে বিক্রি করা হয়। 

একই দিনে ৩নং দিঘীরপাড় ইউনিয়নের ১০৭৮ জন ফ্যামিলী কার্ডধারীদেরমধ্যে এসব পণ্যসামগ্রী বিক্রি করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানিয়েছেন,   ২/১   দিনের   মধ্যে   উপজেলার   অন্যান্য   ইউনিয়ন   ও   পৌরসভায়   মোট   ১৩০২০   জন ফ্যামিলী কার্ডধারীদের মাঝে টিসিবি’র মালামাল সূলভ মূল্যে সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি   করা   হবে।   এছাড়া   একার্যক্রম   অব্যাহত   থাকবে   বলে   তিনি   জানান।   

সদর   ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামযখন বেড়ে গেছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানের কথা চিন্তা করে ১কোটি মানুষকে টিসিবি’র পণ্যসামগ্রী ভর্তুকী দিয়ে কম দামে বিক্রি করার জন্য এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় তিনি  প্রধানমন্ত্রীর প্রতি   কৃতজ্ঞ   প্রকাশ   করে  বলেন তারইউনিয়নে প্রথম  পর্যায়ে অত্যন্ত  সুন্দর ভাবে  কার্ডধারীরা কম দামে টিসিবির মালামালপেয়ে আনন্দিত হয়েছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়