Saturday, March 5

কানাইঘাট উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ এর  কার্যনির্বাহী কমিটির  সভা অনুষ্টিত হয়েছে। কমিটির সভায় সাংগঠনিক কার্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শনিবার বিকাল ৩টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। এ সময় সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, মাষ্টার মামুন রশিদ, আব্দুল লতিফ। 

এছাড়াও কার্যনির্বাহী কমিটির  মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল, ফারুক আহমদ, নজির উদ্দিন প্রধান, মীর আব্দুল্লা প্রমূখ। 

সভায় সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। বিশেষ করে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এতে আগামী ১২ মার্চ লক্ষীপ্রসাদ পূর্ব, ১৩ মার্চ লক্ষীপ্রসাদ পশ্চিম, ১৪ মার্চ সাতবাঁক, ১৫ মার্চ বড়চতুল, ১৬ মার্চ কানাইঘাট সদর, ১৭ মার্চ বাণীগ্রাম, ১৮ মার্চ ঝিঙ্গাবাড়ি, ১৯ মার্চ রাজাগঞ্জ ও ২০ মার্চ কানাইঘাট পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ও ৯.১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পণ, দিনব্যাপী ৭মার্চের ভাষণ সম্প্রচার ও সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়