Monday, March 7

কানাইঘাটে মস্তাক আহমদ পলাশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাটে শেখ রাসেল ফুটবল একাডেমি চতুল ঈদগাহ বাজার শাখার আয়োজনে 'মস্তাক আহমদ পলাশ ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৭ মার্চ) চতুল ঈদগাহ বাজার মাঠে উক্ত অনুষ্ঠিত হয়। 

খেলা পরিচালনা কমিটির সভাপতি ক্রীড়া সংগঠক হাবিবুল্লার সভাপতিত্বে এবং ডা: কিবরিয়া আহমদ ও ছাত্রনেতা আশরাফ চৌধুরীর যৌথ পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  মস্তাক আহমদ পলাশ। 

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকারিয়া,  গ্রীস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন।

উক্ত খেলায় বক্তব্য দেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আম্বিয়া, বিশিষ্ট মুরব্বী ফয়জুল্লাহ, বড়চতুল ইউপি যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম রুবেল, বড়চতুল ইউপি সদস্য আব্দুল কাদির, হারুনুর রশিদ কালাই, আব্দুল্লাহ প্রমূখ। 

 খেলায় ভাই ভাই ফুটবল একাদশ মুক্তাপুর কানাইঘাট ২ গোলে সুমন ফুটবল একাদশ মানিকপাড়া জৈন্তাপুরকে হারিয়ে জয়লাভ করে। এতে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও পরাজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়