Saturday, March 12

‘বাউল শিল্পী দেওয়ান কালা’ ইউটিউব চ্যানেলের উদ্বোধন


কানাইঘাট নিউজ ডেস্ক ::

সিলেটে ‘বাউল শিল্পী দেওয়ান কালা’ ইউটিউব চ্যানেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নগরীর তালতলাস্থ একটি অফিসে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের বাউল শিল্পী বাউল ফকির মহাজন আফসান উদ্দিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী মাহফুজুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ হান্নান।

প্রধান বক্তার বক্তব্য দেন- সিলেট জজ কোর্টের আইনজীবী এপিপি এডভোকেট মামুনুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্যে দেন- লেখক ও কলামিস্ট শমশের আলম, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল নুর, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ আক্তার, প্রবাসী কমিউনিটি নেতা মো. নুরুজ্জামান খোকনসহ সাংস্কৃতিক কর্মী বাউল শিল্পী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

প্রধান অতিথি এম এ হান্নান তার বক্তব্যে বলেন, বাউল শিল্পী দেওয়ান কালা কানাইঘাট পৌরসভার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছোটবেলা থেকে বাউল গানের প্রতি আকৃষ্ট ছিলেন। তার সৃষ্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংগীতগুলো দেশে-বিদেশে ছড়িয়ে পড়বে।

তিনি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে বলেন, বাউল শিল্পী দেওয়ান কালা বাউল সংগীতের মাধ্যমে দেশের গান, সমাজের মানুষের গান ও ধর্মের গান গেয়ে বাংলার সংস্কৃতিকে আরো উজ্জ্বল করবেন।


 




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়