মুফিজুর রহমান নাহিদ :শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহী আগামীকাল শনিবার সিলেট জেলা সফরে আসছেন। এদিন সকাল ৭টায় সরকারি বাস ভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। সকাল ৮টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮টা ৫০ মিনেটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যাবেন। পরে নিজ জন্মভূমি কানাইঘাট উপজেলায় গাছবাড়ী আইডিয়্যাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। পরে বেলা ২টায় গাছবাড়ি আইডিয়্যাল কলেজে গভর্নিং বডির সভাপতি হিসাবে যোগদান করবে। আনুষ্ঠানিকতা শেষে বিকালে উপ-মহাপরিদর্শকের কার্যালয় (DIFE), সিলেট পরিদর্শন; উপ-মহাপরিচালকের কার্যালয় আঞ্চলিক শ্রম দপ্তর (DOL) সিলেট পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
এছাড়া জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, উপজেলা নির্বাহী অফিসার কানাইঘাট, সিলেটের স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করবেন বলেও জানা গেছে।
পরে রাত ৮টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার অপর এক ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়