নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনোয়ার উদ্দিনকে কানাইঘাটের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার(২৩ মার্চ) বিকেলে উপজেলা শিক্ষা অফিসে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর এবিএম মাঈনুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী,সাধারণ সম্পাদক ইকবাল আহমদ,প্রধান শিক্ষক বদরুল আলম,আজিজ আহমদ,নুরুল ইসলাম,আব্দুল করিম,সহকারী শিক্ষক নেতা খাজা আজির উদ্দিন,হারুন আহমদ,মিলন কান্তি দাস,আজির উদ্দিন,বাবুল হোসেন,ইমরান চৌধুরী,ইমরানুর রহমান,আম্বিয়া,সেলিম আহমদ,আশরাফুল আম্বিয়া প্রমুখ।
সংবর্ধিত অতিথি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নব নির্বাচিত কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন তার বক্তব্যে বলেন,কানাইঘাটের শিক্ষক সমাজের আজকের এই সংবর্ধনায় আমি অভিভূত, অনুপ্রাণিত।
তিনি তার বক্তব্যে আরও বলেন," বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমাদের প্রাথমিক শিক্ষক সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আনোয়ার উদ্দিনকে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রাথমিক প্রধান শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরুন কুমারেরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়