নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট বড়চতুল হাইস্কুলের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা শনিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি শিক্ষানুরাগী ও সমাজ সেবি আলহাজ আলমাছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় ম্যানেজিং কমিটির প্রথম সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সাবেক ছাত্রনেতা ব্যাংকার জাকারিয়া আহমদ।
সভায় স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষক নগেন মন্ডল, বিজন কুমার বিশ্বাস, শুকলা রানী দাস, অভিভাবক প্রতিনিধি সামছুজ্জামান, আব্দুন নূর, মুহিবুর রহমান, নছির আহমদ, মহিলা সদস্যা সুমানা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য সাহাব উদ্দিন চৌধুরী, দাতা সদস্য অলিউর রহমান।
সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সাবেক ছাত্রনেতা ব্যাংকার জাকারিয়া আহমদকে ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য হিসাবে মনোনীত করা হয়। এছাড়া সভায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি সহ ৭ম বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আলমাছ উদ্দিন চৌধুরী সহ ম্যানেজিং কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ম্যানেজিং কমিটির সভায় উপস্থিত হয়ে বড়চতুল ইউপি চেয়ারম্যান এলাকার শিক্ষার উন্নয়নে এ প্রতিষ্ঠানকে সব সময় পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সাথে ম্যানেজিং কমিটির সভায় স্কুলের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়