Tuesday, February 15

কানাইঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক :

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। 

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তমিজ উদ্দিন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, ৩নং দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ৬নং কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী, ৭নং দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ ও দপ্তর সম্পাদক মুমিন রশিদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় যথাযথ মর্যাদায় কানাইঘাটে সরকারের পক্ষ থেকে নেওয়া এদিনের সকল কর্মসূচী পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সাথে সকল ইউনিয়ন পরিষদের দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৯টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান তারা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়