নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট ৩নং দিঘীরপার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন।
আজ বুধবার বিকেল ৩টায় পরিষদ কার্যালয়ে বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল নব নির্বাচিত চেয়ারম্যান মুমিন চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃজিলানী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।নবনির্বাচিত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলাওয়ার্ডের সদস্যা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সোহার্দপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদের সকল বিষয়টি আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দিয়ে বিদায়ী চেয়ারম্যান আলী হোসেন কাজল দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন।
বিদায়ী চেয়ারম্যানকে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে ফুললেল শুভেচ্ছাও জানানো হয়। দায়িত্ব হস্তান্তরকালে বিদায়ী চেয়ারম্যান আলী হোসেন কাজল বলেন, তিনি দায়িত্ব পালনকালীন সময়ে দিঘীরপার ইউনিয়নকে একটি মর্যাদাশীল আধুনিক সমৃদ্ধ ইউনিয়নে পরিনত করতে অনেক কাজ করেছেন। বহু উন্নয়ন কাজ চলমান অবস্থায় রয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুলমুমিন চৌধুরী অসমাপ্ত উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে এই ইউনিয়নকে উন্নত জনপদে পরিনত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নতুন পরিষদকে সকল কাজে সহযোগিতার অঙ্গীকার করেন আলী হোসেন কাজল। দায়িত্ব বুঝিয়ে পাওয়ার পর নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন,বিদায়ী চেয়ারম্যান আলী হোসেন কাজলকে তার ছোট ভাই হিসাবে সব সময়
সম্মান করতেন। তার হাত ধরে অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড হয়েছে। আগামীদিনে পরিবারের একজন সদস্য হিসাবে বিদায়ী চেয়ারম্যানের সব ধরনের পরামর্শ গ্রহন করে তিনি তার ইউনিয়নের সকল কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। সেই সাথে তিনি বিগত ৫ জানুয়ারির নির্বাচনে তাকেবিপুল ভোটে বিজয়ী করে চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের সুযোগ দেওয়ায়ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীদিনে সবাইকে নিয়ে দিঘীরপার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করার আশাবাদ ব্যক্ত করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়