নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট থানায় নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে যোগদান করেছেন দিলীপ কান্ত নাথ।
সম্প্রতি তাকে মাদকসেল সিলেট থেকে পুলিশ সুপারের এক আদেশে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক হিসাবে বদলী করা হলে আজ সোমবার তিনি তার নতুন কর্মস্থল কানাইঘাট থানায় যোগদান করেন।
এর আগে তিনি অত্যান্ত সফলতার সহিত সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ উপজেলার সার্বিক আইন-শৃংখলার উন্নয়ন সাধন সহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে দায়িত্ব পালন কালে তিনি রাজনৈতিক মহল,সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত যে,থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ জাহিদুল হককে সিলেটের সুনামগঞ্জ জেলায় বদলী করা হলে তার স্থলাভিসিক্ত হিসাবে থানায় যোগদান করেছেন দিলীপ কান্ত নাথ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়