Saturday, February 19

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার জলসা বুধবার,আসছেন সায়্যিদ মাহমুদ মাদানী


নিজস্ব প্রতিবেদক :

শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট সিলেট এর বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৩ ফেব্রুয়ারি, বুধবার মাদ্রাসা ময়দানে সকাল ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন জমিয়তে উলামায়ে হিন্দের আমীর, ভারত রত্ন, আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী।


বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করবেন বাংলার তারিক জামিল নামে খ্যাত শায়খুল হাদিস আল্লামা নজরুল ইসলাম কাসিমী, শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, শায়খুল হাদিস আল্লামা রশিদুর রহমান ফারুক বরুনী, শায়খুল হাদিস আল্লামা ইউসুফ শ্যামপুরী, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী চিল্লা, আল্লামা আমানুল হক ঢাকা, আল্লামা মুস্তাক আহমদ খান রস্তুমপুরী।


এদিকে মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী এবং মাদ্রাসার নাইবে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দূর্লভপুরী, মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে সর্বস্তরের মুসলিম জনসাধারনকে উপস্থিতি থাকার পাশাপাশি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যে মাদ্রাসার বিশাল মাঠে বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের কাজ এগিয়ে চলছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়