Saturday, February 19

কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদকে বিদায় জানালেন সাংবাদিকরা




নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হককে অানুষ্ঠানিক বিদায় জানিয়েছেন স্থানীয় কর্মরত সাংবাদিকরা। 

আজ শনিবার সন্ধ্যায় তারা এ বিদায় জানান। 

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

জানা যায় ওসি (তদন্ত) জাহিদুল হক প্রায় ১৫ মাস কানাইঘাট থানায় দায়িত্ব পালন করেন। অল্প সময়ে পুলিশের চৌকস এ অফিসার  কানাইঘাটের মানুষের মন জয় করে নিয়েছেন। তার বদলীর খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ জাহিদুল হকের সাথে দেখা করে বিদায় জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়