Sunday, January 23

কানাইঘাট বাজার বণিক সমিতির মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক :

উপজেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট বাজারের যানজট নিরসন ও গলিপথ দখল মুক্ত করার জন্য বাজার বণিক সমিতির উদ্যোগে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজার ইজারাদারকে নিয়ে এক মতবিনিময় সভা গত রবিবার রাত ৮টায় বাজার বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীমের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সদর ভূমি অফিসের তসিলদার শরীফ উদ্দিন, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর জাকির হোসেন, বণিক সমিতির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর ইসলাম উদ্দিন, কোষাধক্ষ নজির উদ্দিন প্রধান সহ বাজারের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ, কানাইঘাট দক্ষিণ ও উত্তর বাজার অটোরিক্সা সিএনজি স্ট্যান্ড নেতৃবৃন্দ উপজেলা রিক্সা টমটম সমিতির নেতৃবৃন্দ, বাজার সবজি ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সভায় এখন থেকে উপজেলা প্রশাসনের নির্দেশনানুযায়ী বাজার এলাকাকে যানজট মুক্ত এবং বাজারের জনসাধারনের চলাফেরার সুবিধার্থে গলিপথ দখল মুক্ত করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় বাজারকে যানজট মুক্ত করার জন্য রিক্সা সমিতির সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে বাজারে অযথা রিক্সা, মিশুক না রাখা সহ ১৮ বছরের নিচে কাউকে মিশুক ও রিক্সার চালক করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়।


সেই সাথে উত্তর ও দক্ষিণ বাজার অটোরিক্সা সিএনজি স্ট্যান্ড নেতৃবৃন্দকে তাদের গাড়ী নির্দিষ্ট সময়ের পূর্বে বাজারে না রাখা সহ প্রশাসনের বিধি নিষেধ মেনে চলার জন্য বলা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়