Monday, January 3

কানাইঘাটের 'বুলবুল একাডেমিতে' নিয়োগ


নিয়োগ বিজ্ঞপ্তি


কানাইঘাট উপজেলার ৪ নং সাঁতবাক ইউনিয়নের বাংলাবাজার অবস্থিত 'বুলবুল একাডেমিতে'

ড্র‍য়িং,কম্পিউটার কাম অফিস এসিস্ট্যান্ট,  গণিত ও বিজ্ঞান বিষয়ে পারদর্শী অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানে দক্ষ একজন করে শিক্ষক নিয়োগ করা হবে। 


গণিত ও বিজ্ঞাণের শিক্ষকদের

শিক্ষাগত যোগ্যতাঃ বি এস সি  অনার্স /পাস। 

কম্পিউটার কাম ও অফিস এসিস্ট্যান্ট পদে শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচ.এ.সি

অভিজ্ঞ ড্রয়িং টিচারকে অগ্রাধিকার দেওয়া হবে। 


৮জানুয়ারি ২০২১ বেলা ২টায় সিভি ও মূল সনদপত্র সহ প্রার্থীগনকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। 

সম্মানি- আলোচনা সাপেক্ষ। 

যোগাযোগ, 01711040353


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়