সদ্য সমাপ্ত কানাইঘাট উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সকল চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন 'অ্যাসোসিয়েশন ফর ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট (এসিডি)'র নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় (এসিডি)'র চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমদ বলেন, আমরা আশাবাদী যে, ইউনিয়ন পরিষদের সীমিত ক্ষমতা সত্ত্বেও নবনির্বাচিত পরিষদ স্ব স্ব ইউনিয়নের উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
বিশেষ করে সম্মানিত চেয়ারম্যানবৃন্দ সকল ধরণের চাটুকারিতা, লোভ-লালসা, স্বজনপ্রীতি ও দুর্নীতি থেকে মুক্ত থেকে কানাইঘাটের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রেখে জননন্দিত হওয়ার প্রচেষ্টা করবেন। কানাইঘাটে ইউনিয়নসমূহের কেন্দ্রস্থল থেকে দূরবর্তী বা সীমান্তবর্তী এলাকাগুলো সবচেয়ে বেশি পিছিয়ে আছে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসায়।
আশা করি নবীন চেয়ারম্যানবৃন্দ সমদৃষ্টিতে নিজ নিজ এলাকায় সাফল্যের সাথে জনগণের জন্য কাজ করে যাবেন। আমরা তাঁদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।
কানাইঘাট নিউজ ডটকম/১০ জানুয়ারি ২০২২/প্রেবি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়