কানাইঘাট নিউজ ডেস্ক :
ইউরোপের দেশ ইটালিতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেছেন সিলেটের কানাইঘাট উপজেলার কৃতি সন্তান জাহাঙ্গীর চৌধুরী।
শনিবার স্থানীয় সময় (ইটালি) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সরকারের ইটালীস্থ মিলান কনসুলেট জেনারেল কর্তৃক আয়োজিত ৩ বাংলাদেশীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩ জনের মধ্যে জাহাঙ্গীর চৌধুরীর বাড়ী কানাইঘাটের গাছবাড়ী এলাকার গড়াই গ্রামে। তিনি ইটালির পাদোভা শহরে পরিবার নিয়ে বসবাস করেন।
মিলান কনসুলেটের হল রুমে আয়োজিত এক অনুষ্টানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করেন কনসুলেট জেনারেল এম জে এইচ জাবেদ।
উল্লেখ্য, যারা বৈধপথে রেমিটেন্স পাঠান তাদের মধ্যে থেকে বাছাই করে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরকদেরে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়