Friday, December 17

কানাইঘাটে 'সোনার বাংলা একাডেমিতে' মহান বিজয় দিবস পালন


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট পৌরসভাস্থ 'সোনার বাংলা একাডেমিতে'নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

মহান  বিজয় দিবস উদযাপন  উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন  করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মহি উদ্দিনের  সভাপতিত্বে ও সহকারী  প্রধান শিক্ষক রাসেল আহমেদের সঞ্চালনায় আলোচনা  সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি  সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জনাব মঞ্জুর আহমদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান,লুৎফুর রহমান, জসিম উদ্দিন, নুরুল  আমিন,সুলতান  আহমদ,মুরাদ হাসান,আবিদা সুলতানা, রোজিনা  আক্তার, তাহমিনা  ইসলাম তুলি,তাহসিনা  আফ্রিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে  বিজয়ী  ছাত্র ছাত্রীদের  মধ্যে পুরস্কার বিতরণ  করা  হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়