Thursday, December 16

কানাইঘাটে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট উপজেলায় শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান বিজয় দিবসে দেশের অন্যান্য জায়গার মত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কানাইঘাটের নানা শ্রেণি পেশার মানুষকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট সার্কেল অফিসের এএসপি আব্দুল করিম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,উপজেলা   সহকারী   কমিশনার   (ভূমি)   মুনমুন   নাহার   আশা,   থানার   ওসি   (তদন্ত)   জাহিদুল   হক,কানাইঘাট   প্রেসক্লাব   নেতবৃন্দ সহ  জাতির  শ্রেষ্ঠ   সন্তান বীরমুক্তিযোদ্ধাগন,  বিভিন্ন  রাজনৈতিক সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথ বাক্য সবাই শপথ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাষকদের শোষন ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

বিশ্বের বুকে বাঙ্গালী জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিস্বত্তা।

আজ স্বাধিনতার সুর্বনজয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দৃপ্ত কন্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দিব না, দেশকে ভালবাসবো দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।


মহান সৃষ্টি কর্তা আমাদের সহায় হোন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়