নিজস্ব প্রতিবেদক :
নিবার্চন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে স্ব-স্ব রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
৯টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড্যাভোকেট নাসির উদ্দিন খান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নে ৬৭টিজন এবং সদস্য পদে ৪৩৯ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তাদের মধ্যে দলগত ভাবে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ, ৩টি ইউনিয়নে জাতীয় পার্টি, ৩টি ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম এবং ২টি ইউনিয়নে ইসলামী আন্দোলন ও একটি ইউনিয়নে খেলাফত মজলিস তাদের দলীয় মনোনীত প্রার্থী দিয়েছে বাদ বাকী সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
১নংলক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নেচেয়ারম্যান পদে ৩জন, ৩নং দিঘীরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, ৪নং সাতবাঁকইউনিয়নে চেয়ারম্যান ৫জন, ৫নং বড়চতুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, ৬নং সদরইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে৯জন, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়নেসর্বোচ্চ ১৭জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়