কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাটে ইউপি নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান ৬নং সদর ইউপি চেয়ারম্যান মামুন রশীদের সিএনজি মার্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার ৬ নং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান চেয়ারম্যান মামুন রশীদ মামুন।
এসময় ৯ নং ওয়ার্ড-গোসাইনপুর, সোনাপুর,সুতারগ্রাম, নিজ গোবিন্দপুর থেকে মিছিল নিয়ে পথসভায় অংশগ্রহণ করেন সিএনজি মার্কার সমর্থকরা।
পথসভায় বক্তারা আগামী ৫ জানুয়ারি কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মামুন রশীদকে সিএনজি মার্কায় দলমত নির্বীশেষে ভোট দিয়ে নির্বাচিত করে ৬ নং সদর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়