নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে আবুল হাসনাত কোকিল (২৮) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে।
শনিবার(২৫ ডিসেম্বর) উপজেলার গাছবাড়ী এলাকার চৌমুহনীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবুর্চি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ দলইকান্দি (গাছবাড়ী) গ্রামের আব্দুর রহিম বাবুর্চির ছেলে। তিনি এক সন্তানের জনক।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৪টার দিকে নিহত আবুল হাসনাত গাছবাড়ী চৌমুহনীতে একটি বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন। এ সময় অসাবধানতা বশত ছাঁদের উপরে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সংবাদ পেয়ে কানাইঘাট থানার এস.আই সুহেল আহমদ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে কানাইঘাট থানায় নিয়ে আসেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়